বাংলাদেশ কখনো দেউলিয়া হবে না: অর্থমন্ত্রী
বাংলাদেশ কখনো দেউলিয়া হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মন্ত্রী আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নউড হ্যামিলার্সের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট থাকলেও সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমাদের অবস্থার উন্নতি হচ্ছে এবং আমরা সঠিক পথেই আছি। নতুন মন্ত্রীসভা গঠন হওয়ার পরে রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে তা না। এজন্য কিছুটা সময় লাগবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে