Views Bangladesh Logo

ঘরের মাঠে টেস্ট জয় বাংলাদেশের

পাঁচটি টেস্টে জয়বিহীন থাকার পর ঘরের মাঠে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল টাইগাররা। গত ১৭ মাসে এটিই বাংলাদেশের একমাত্র জয়।

মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর ৫ উইকেট শিকারের ফলে এগিয়ে যায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি; সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পাশে নাম লেখান। মিরাজ ছাড়াও ৯ উইকেট শিকার করে ম্যাচে বড় অবদান রাখেন তাইজুল ইসলাম, আর ওপেনার সাদমান ইসলামও তুলে নেন দারুণ এক সেঞ্চুরি।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করে ২২৭ রান। জবাবে টাইগাররা তোলে ৪৪৪ রান, পায় ২১৭ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে মাত্র তিন দিনেই টেস্ট জয়ের উৎসবে মাতে স্বাগতিকরা।

এই জয়ে শুধু সিরিজে সমতায়ই ফিরেনি বাংলাদেশ বরং দেশের মাটিতে দীর্ঘ দিনের টেস্ট জয়ের অপেক্ষাও ঘুচিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ