বাংলাদেশ-৮৭ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
এসএসসি-১৯৮৭ ব্যাচের সর্ববৃহৎ গ্রুপ ‘বাংলাদেশ-৮৭’ তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
আগামী ১১ জুলাই শুক্রবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫ম তলায় অবস্থিত সোস্যাল গার্ডেন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
বাংলাদেশ-৮৭ এর এডমিন সাবিনা আহমেদ জানান, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর চেয়ে এবারের আয়োজন হবে আরও জাঁকজমকপূর্ণ ও ভিন্ন আঙ্গিকের। থাকছে নানা ধরনের চমকপ্রদ আয়োজন।
তিনি আরও জানান, ইতোমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং বন্ধুদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৬ জুলাই। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১২২৫ টাকা, যার মধ্যে ট্রানজেকশন খরচও অন্তর্ভুক্ত।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি-৮৭ ব্যাচের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই আয়োজন বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে