Views Bangladesh Logo

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫৫) এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মফিজুল্লাহর ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ। তিনি নিজেও দুবাইয়ে থাকেন।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, স্থানীয় সময় রোববার রাতে মহাসড়কের সড়কবাতির রক্ষণাবেক্ষণের কাজে বের হন আলমগীর। তিনি শ্রমিকদের কর্মস্থলে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরানোর সময় তার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবরে আরও জানা যায়, নিহত আলমগীর সেখানে ইলেকট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তার মরদেহ আল আইনের আল জিমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে আলমগীরের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

সড়ক দুর্ঘটনায় আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ সমিতি আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু। তিনি আরও বলেন, আলমগীর ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ