Views Bangladesh

Views Bangladesh Logo

কানপুর টেস্টে বাংলাদেশের সমর্থককে মারধরের অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

কানপুর টেস্টের প্রথম দিনেই গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে ঘটল অপ্রীতিকর ঘটনা। খেলা দেখতে যাওয়া ‘টাইগার রবি’ নামে বাংলাদেশের এক সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, কয়েকজন দর্শক তাকে মেরেছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশের খেলা দেখতে নিয়মিত মাঠে যান ‘টাইগার রবি’। সারা গায়ে বাঘের মতো রং করে বাংলাদেশের পতাকা হাতে প্রায়ই মাঠে যান তিনি। প্রতিবারের মতো কানপুরেও বাংলাদেশের খেলা দেখতে গিয়েছিলেন তিনি।

এই বিষয়ে সংবাদমাধ্যমকে রবি বলেন, “পিছন দিক থেকে আক্রমণ করে ওরা। আমার পিঠ এবং তলপেটে লেগেছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে।”

এদিকে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের দায়িত্বরত পুলিশকর্মীরা রবিকে মারধর করার বিষয়টি অস্বীকার করেছেন। তাকে হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে এক পুলিশকর্মী বলেন, ‘আমাদের এক কর্মী রবিকে সি ব্লকে দেখতে পায়। শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার। কথা বলতে পারছিলেন না। মনে হয় ওর ডিহাইড্রেশন হয়েছে। চিকিৎসকেরা কী বলেন সেটার অপেক্ষায় আছি।’

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, কে বা কারা বাংলাদেশের সমর্থককে মারধর করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঠিক বিবরণ জানতে সিসিটিভি ফুটেজের মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ