Views Bangladesh Logo

পুনে শর্ট ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত বাংলাদেশি চলচ্চিত্র ‘ডেমন ফিশ’

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন যাত্রার শুরুতেই বড় সাফল্য পেল বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘৩৬৯ শর্টস’। প্রতিষ্ঠানটির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেমন ফিশ’ নির্বাচিত হয়েছে ভারতের মর্যাদাপূর্ণ ‘পুনে শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৫’-এর জন্য।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা ফখরুল আরেফিন খান। ‘ডেমন ফিশ’ একটি ভিজ্যুয়াল গল্পের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। যাতে উঠে এসেছে ১৯৭১ সালের ২০ মে চুকনগরের গণহত্যার নির্মম বাস্তবতা।

এক বিজ্ঞপ্তিতে ফখরুল আরেফিন খান বলেন, ‘এই নির্বাচন আমাদের দলের জন্য আনন্দের, একই সঙ্গে এটি প্রমাণ করে যে স্থানীয়, মৌলিক গল্পগুলোও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে।’ তিনি ‘৩৬৯ শর্টস’-এর প্রতিষ্ঠাতা হিসেবে জানান, প্রতিষ্ঠানটি সাহসী ও ভাবনাপ্রবণ চলচ্চিত্র নির্মাণে অঙ্গীকারবদ্ধ।

বিশ্বজুড়ে বৈচিত্র্যময় ও উচ্চমানের চলচ্চিত্র প্রদর্শনের জন্য পরিচিত ‘পুনে শর্ট ফিল্ম ফেস্টিভাল’ আগামী জুনে চলচ্চিত্রটির প্রদর্শনী আয়োজন করবে। এতে অংশ নিয়ে নির্মাতারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের কাজ উপস্থাপন করার সুযোগ পাবেন।

‘৩৬৯ শর্টস’ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এমন চলচ্চিত্র নির্মাণে আগ্রহী, যা দর্শকদের মধ্যে চিন্তার খোরাক যোগাবে এবং দেশে-বিদেশে প্রশংসিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ