নারী ফুটবল দলের সুমাইয়াকে ‘ধর্ষণ ও হত্যার হুমকি’
বাংলাদেশের ফুটবল অঙ্গন সম্প্রতি নারী জাতীয় দলের কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্বে উত্তাল হয়ে উঠেছে। এই বিরোধ সামাজিক মাধ্যমেও ব্যাপক বিতর্কের জন্ম দিচ্ছে। সাফ চ্যাম্পিয়ন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা এবং মাতসুশিমা সুমাইয়ারা কোচের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এই সংকটের মধ্যেই সুমাইয়া দাবি করেছেন—তিনি ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন।
জাপানি বংশোদ্ভূত এই ফুটবলার মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তার ফেসবুক পোস্টে এ হুমকির কথা জানিয়ে, নিজের মানসিক যন্ত্রণা ও ফুটবলার হওয়ার সংগ্রামের কথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে আন্তঃবিদ্যালয় ফুটবল খেলা থেকে শুরু করে মালদ্বীপের লিগ শিরোপা জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের জন্য সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতা—আমার যাত্রা ছিল সুখ-দুঃখে ভরা।’
সুমাইয়া ফুটবলকে বেছে নিয়েছিলেন তাদের অনুপ্রাণিত করতে, যাদের বাবা-মা শুধুই পড়াশোনার দিকে গুরুত্ব দিতে চান। তিনি দেখাতে চেয়েছিলেন, উদ্যম ও আত্মবিশ্বাস থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। কিন্তু এখন তিনি তার ত্যাগের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত।
তিনি লেখেন, ‘আমি আমার শিক্ষা, পরিবার, ঈদ উদযাপন— সবকিছু বিসর্জন দিয়েছি সেই দেশের জন্য, যে দেশ আমাদের সংগ্রামকে সম্মান দিতে জানে না।’
সুমাইয়া পোস্টে আরও লেখেন, ‘কিছুদিন যাবৎ ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছি।’
উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুমাইয়া তার সহখেলোয়াড়দের হয়ে ইংরেজিতে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র খসড়া করেন, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে জমা দেয়া হয়। এরপর থেকেই তিনি ধর্ষণ ও হত্যার হুমকির শিকার হচ্ছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে