Views Bangladesh

Views Bangladesh Logo

ন্যাশনাল জিওগ্রাফিকের ম্যাগাজিনে স্থান পেল বাংলাদেশের মোস্তাফিজুর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফার মোস্তাফিজুর রহমান নাসিমের তোলা একটি অনন্য ছবি সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিকের সেপ্টেম্বর ২০২৪ সংখ্যায় প্রকাশিত হয়েছে। ছবিটিতে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য ধারণ করা হয়েছে, যাতে চমৎকারভাবে বাংলাদেশের নদীমাতৃক সংস্কৃতির ছবি প্রতিফলিত হয়েছে।

বিশ্বব্যাপী বিখ্যাত ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিক নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের জীবন, পরিবেশ, বন্যপ্রাণী, বিজ্ঞান, মহাসাগর, অভিযান, মহাকাশ এবং ভ্রমণের শ্বাসরুদ্ধকর ছবি প্রকাশ করে থাকে। মোস্তাফিজুর রহমান নাসিমের ছবিটি এই সংখ্যায় দুটি পাতায় স্থান পেয়েছে।

বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায়, প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের দক্ষিণাঞ্চলের গ্রামে যেতে লঞ্চের উপর নির্ভরশীল থাকে। বিশেষ করে ঈদের সময়, এই লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা দ্বিগুণ বা তিন গুণ হয়ে যায়। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “সাধারণত প্রতিটি লঞ্চে ৫০০ থেকে ১,০০০ জন যাত্রী থাকে, ছুটির সময় এই সংখ্যা অনেক গুন বেড়ে যায়। যাত্রীরা লঞ্চের ডেকে বসে দীর্ঘ সময় যাত্রা করে থাকে।”

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান নাসিম জানিয়েছেন, “শখের বসে তোলা ফটোগ্রাফির মাধ্যমে আমার দেশের সৌন্দর্য তুলে ধরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

উল্লেখ্য, ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করার পর, নাসিম বাংলা ‘নিউজটোয়েন্টিফোরের’ ইংরেজি ডেস্কে সাংবাদিকতার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জনের পর, বর্তমানে তিনি রাইজিংবিডিতে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কাজ করছেন।

এছাড়াও, একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে, তিনি Solent.uk, 1x.com-এর জন্য কাজ করেন এবং ফটোব্যাঙ্ক লরি, গেটি ইমেজ, অ্যালামি, শাটারস্টক-এ অবদান রাখছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ