Views Bangladesh

Views Bangladesh Logo

থাইল্যান্ডে যাওয়ার সময় গয়া বিমানবন্দরে বাংলাদেশি ‘সন্ন্যাসী’ গ্রেপ্তার

Tanmay Mondal, Kolkata

তন্ময় মণ্ডল, কলকাতা

সোমবার, ২১ অক্টোবর ২০২৪

বাবু জো বড়ুয়া ওরফে রাজীব দত্ত নামে একজন বাংলাদেশি নাগরিককে বিহারের গয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে ভারতে ঢুকে বৌদ্ধ সন্ন্যাসীর ছদ্মবেশে আট বছর ধরে সেখানে বসবাস করছিলেন এই বাংলাদেশি নাগরিক। এই পরিচয়ে গয়ার একটি মঠে থাকতেন তিনি।

সূত্রে আরও জানা যায়, গত শুক্রবার (১৮ অক্টোবর) থাইল্যান্ডে যাওয়ার জন্য গয়া বিমানবন্দরে আসেন রাজীব দত্ত। সেখানেই নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের সময় কাগজপত্রে গলদ ধরা পড়ে। তখনই স্পষ্ট হয় যে, প্রশাসনকে ধোকা দিতে জাল নথি ব্যবহার করছিলেন তিনি। তদন্তে কর্তৃপক্ষ দেখতে পায়, তিনি জাল পাসপোর্ট ও ভিসা নিয়ে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন।

পরে নিরাপত্তারক্ষীদের চাপের মুখে অভিযুক্ত স্বীকার করেন, গত আট বছর ধরে বৌদ্ধ ভিক্ষু হিসেবে গয়াতে বসবাস করছেন এবং প্রকৃতপক্ষে তিনি একজন বাংলাদেশি নাগরিক।

পুলিশ সূত্রে জানা গেছ, তাকে গ্রেপ্তার করার পর বিভিন্ন নামের একাধিক পাসপোর্ট, একটি ভুয়া আইডি কার্ড এবং একটি ভুয়া প্যান কার্ডসহ বিভিন্ন নথি জব্দ করে কর্তৃপক্ষ। এ ছাড়াও তার কাছ থেকে ১,৫৬০ থাই বাট, ৪১১ মার্কিন ডলার এবং ভারতীয় মুদ্রায় ৩,৮০০ টাকাসহ বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, রাজীবকে ভারতীয় সংবিধান এবং ভারতীয় পাসপোর্ট আইন ১২-এর ৩১৮(৪), ৩৩৬ (৩) ও ৩৪০(২) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ