Views Bangladesh

Views Bangladesh Logo

মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‌‘নির্বাণ’। সিনেমাটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। উৎসবে অফিশিয়াল শাখায় সেরা পরিচালক ও সেরা সিনেমা-এ দুটি শাখায় পুরস্কার জিতেছে সিনেমাটি।

শুক্রবার (২৬ এপ্রিল) উৎসবের সমাপনী আয়োজনে পুরস্কার ঘোষণা করা হয়।

সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, 'পুরস্কার ঘোষণার খবর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এখানো আমি কাঁপছি। কথা বলতে পারছি না। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে। ’

১৯ এপ্রিল শুরু হয় মস্কো উৎসব। এই আয়োজনে শুরু থেকে অংশ নেন পরিচালক আসিফ ইসলাম।

প্রসঙ্গত, ‘নির্বাণ’ সিনেমার শুটিং শুরু হয় ২০২২ সালে। তখন অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আতঙ্কিত সেই সময়ে তরুণ নির্মাতা আসিফ ইসলামের মাথায় ভর করে, ছোট টিম নিয়ে সিনেমা বানাবেন তিনি। তখনই গল্পের ওপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমার কাজ শুরু করেন তিনি। এটা পরিচালকের প্রথম সিনেমা। দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক আসিফ ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ