Views Bangladesh Logo

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি ভারতীয় কারাগারে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি নাগরিক মো. আলাউদ্দিনকে সুস্থ হওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে দেশটির কারাগারে পাঠানো হয়েছে ২২ বছরের ওই যুবককে।

এর আগে পায়ে গুলি লাগা আলাউদ্দিনকে নিজেরাই হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে বিএসএফ।

বিএসএফের দাবি, ৭ ফেব্রুয়ারি ভোররাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন আলাউদ্দিনসহ পাঁচজন বাংলাদেশি ‘পাচারকারী’। কিন্তু বাধা পেয়ে বিএসএফের জওয়ান পারভেজ কুমারের ওপর হামলা চালান তারা। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতও করা হয়। আত্মরক্ষার্থে পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালান পারভেজ। বাকিরা পালিয়ে গেলেও সীমান্তে পড়ে ছিলেন পায়ে গুলিবিদ্ধ আলাউদ্দিন। তাকে উদ্ধার করে দ্রুত পাশের গঙ্গারামপুর সরকারি হাসপাতালে নিয়ে যায় বিএসএফ।

বিএসএফ সূত্র বলছে, হাসপাতালে আলাউদ্দিনকে সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে চিকিৎসা করান তারা। সুস্থ হলে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আইনি ব্যবস্থা নিতে তাকে গঙ্গারামপুর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হলে নিজেদের মধ্যে পতাকা বৈঠকও করেছে বিএসএফ-বিজিবি। কেন বারবার এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ