কানে মনোনয়ন পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আলী'
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে যোগ হলো এক নতুন গৌরবগাথা। বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব কান-এর ৭৮তম আসরে প্রথমবারের মতো অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি সিনেমা—‘আলী’।
আদনান আল রাজীব পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এবার লড়বে স্বল্পদৈর্ঘ্য বিভাগে সর্বোচ্চ স্বীকৃতি ‘পাম দি’অর’-এর জন্য। এটি প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। লাইন প্রোডাকশনের দায়িত্বে ছিল ‘রানআউট ফিল্মস’।
এই অর্জন নিয়ে প্রযোজক তানভীর হোসেন বলেন, ‘আমরা দেশে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনেক সময়ই গুরুত্ব দিই না। অথচ এই মাধ্যম থেকেই উঠে আসেন ভবিষ্যতের নির্মাতারা। কানে অংশগ্রহণ আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা।’
নির্মাতা আদনান আল রাজীব জানান, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে সিনেমাটির শুটিং হয়। যদিও গল্পের বিস্তারিত এখনই জানাতে চান না। তবে তিনি বলেন, ‘নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই একটি গভীর সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি। চেয়েছি কাজটি হোক সহজ, সরল ও আন্তরিক।’
নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল, আন্তর্জাতিক দর্শক এই গল্পের সঙ্গে সংযোগ অনুভব করবেন। কাজের গুণগত মান নিয়ে আমরা কোনো আপস করিনি। এটাই আমাদের বড় শক্তি।’
‘আলী’ সিনেমাটি তৈরি করেছে ‘ক্যাটালগ’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান, যার পেছনে রয়েছেন আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনো। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্মাতাদের একসঙ্গে কাজ করার প্ল্যাটফর্ম হিসেবেই গড়ে ওঠে ‘ক্যাটালগ’।
এই প্রতিষ্ঠান থেকেই নির্মিত হয়েছে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগাপিতো’, যেটি পরিচালনা করেছেন আরভিন ও কাইলার। ছবিটির সহ-প্রযোজক ছিলেন আদনান ও তানভীর।
এবারের কান উৎসবে বিরল এক ঘটনা ঘটেছে—একই প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে মূল প্রতিযোগিতায়। বাংলাদেশের ‘আলী’ ও ফিলিপাইনের ‘আগাপিতো’ এখন প্রতিযোগিতায় একসঙ্গে লড়বে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে