Views Bangladesh Logo

বাংলাদেশি শিক্ষার্থীর শিল্পকর্মে সেজে উঠছে পশ্চিমবঙ্গের দুর্গা মণ্ডপ

থায় বলে গুণীর কদর সর্বত্র। সেই প্রবাদের সত্যতা মিলেছে বাংলাদেশি এক গুণী শিক্ষার্থীর শিল্পকর্মে। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের শিক্ষার্থী দীপু বিশ্বাসের হাতের কাজে গড়ে উঠছে হুগলির বিখ্যাত একটি পূজা মণ্ডপ।

দীপু বিশ্বাসের শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে। তিনি নিজের ভাস্কর্যের কাজ ধারাবাহিকভাবে পোস্ট করতেন তার টাইম লাইনে। সেখান থেকেই নজরে পড়ে যান পশ্চিমবঙ্গের এক অধ্যাপকের। সেই শিক্ষার্থীর কাজ দেখে মুগ্ধ অধ্যাপক সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে একটি পূজার শিল্পকর্মের কাজের প্রস্তাব দেন। এতেই সবার নজরে আসতে শুরু করেন সাতক্ষীরার শ্যামনগরের দীপু। তিনি হুগলির ক্যাওটা নবীন সংঘের দুর্গা মণ্ডপে ভাস্কর্য ফুটিয়ে তুলছেন সুনিপুনভাবে। তার কাজের প্রশংসা শুরু হয়েছে বিভিন্ন মহলেও।

শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে ফাটল কিছুটা ধরলেও সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে। ভারত থেকে ডিম, পেঁয়াজ এসেছে বাংলাদেশে। অন্যদিকে দুর্গা পূজার আগেই ইলিশ রপ্তানি হয়েছে পশ্চিমবঙ্গে। এদিকে ভারত-বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে সিরিজও চলছে। এরইমধ্যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের হুগলিতে দুর্গা মণ্ডপে শিল্পকর্ম দিয়ে রাঙিয়ে দিচ্ছেন এই শিল্পী।

দীপু বিশ্বাস খুলনার সরকারি ব্রজলাল কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি মাটির ভাস্কর্য গড়ায় তার আকর্ষণ সীমাহীন। নিজের তৈরি সেসব ভাস্কর্য মাঝে-মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। তার কাজ দেখে মুগ্ধ হয়ে যোগাযোগ করেন পশ্চিমবঙ্গের নবদ্বীপ আর্ট কলেজের সহকারী অধ্যাপক রঙ্গজীব রায়। মূলত এই অধ্যাপকের অনুরোধেই দীপু এসেছেন শিল্প নিদর্শনে মানুষের মন জয় করতে। দীপু মূলত মণ্ডপের দেয়ালে পৌরানিক দেবদেবীর ভাস্কর্য ফুটিয়ে তুলছেন।

অধ্যাপক রঙ্গজীব রায় ভিউজ বাংলাদেশকে বলেন, ‘শিল্পীর শিল্পকর্ম সব জায়গায়তেই সমাদৃত হয়। দীপুকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাই। ওর হাতের কাজ অসাধারণ।’

শিল্পী দীপু বিশ্বাস বলেন, ‘ভিসা নিয়ে পশ্চিমবঙ্গে এসেছি। আমি মূলত মাটির কাজ করি। কিন্তু এখানে এসে দেখলাম সিমেন্ট বালি দিয়ে কাজ হচ্ছে। বাড়িতে বাবা নেই, মা বোন আর বৃদ্ধা ঠাকুমা আছেন। পূজোয় দেশেই ফিরে যাব।’

কলকাতার বিশিষ্ট শিল্পী পলাশ চৌধুরী বলেন, ‘একজন শিল্পী যে দেশের নাগরিকই হোন না কেন, যে কোনো সৃজনকর্ম সারা বিশ্বের। তাঁর কাজে মোহিত হবেন জাতি-ধর্ম-বর্ণ-দেশ নির্বিশেষে মানুষ। দীপু সম্ভাবনাময় শিল্পী। সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। বাঙালি জাতির মুখ উজ্জ্বল করবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ