Views Bangladesh Logo

শাহজালালে ২৫ হাজার ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা ২৫ হাজার ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কাতারে যাওয়ার জন্য নরসিংদী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রফিকুল ইসলাম। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে তার ব্যাগ স্ক্যান করার সময় সন্দেহজনক বস্তু লক্ষ্য করা যায়। এ সময় তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৬০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২৯ লাখ ৩৮ হাজার ১০৯ টাকা ও কাতারি রিয়াল উদ্ধার করা হয়।

তবে তার পাসপোর্টে এসব মুদ্রার বিপরীতে এনডোর্সমেন্টের তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বৈদেশিক মুদ্রার পরিমাণ ১২ হাজার ডলারের বেশি হলে বিদেশগামী যাত্রীদের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। ব্যাংক যদি কোনো আপত্তি না দেয় সেক্ষেত্রে যাত্রীর পাসপোর্টে তা এনডোর্সমেন্ট করার বাধ্যবাধকতা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ