Views Bangladesh Logo

মার্চে কলকাতায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

গামী মার্চ মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এ বছর এই বৈঠক কলকাতায় হবে বলে জানা গেছে।

জানা গেছে, এই বৈঠকে ত্রিপুরা সরকার বাংলাদেশ কর্তৃপক্ষের দ্বারা একটি বাঁধ পুনর্নির্মাণের বিষয়টি উত্থাপন করবে। বাঁধটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার আলিনগরে নির্মাণ করা হচ্ছে, যা ত্রিপুরার রাঙ্গাউটি এলাকার কাছাকাছি অবস্থিত। বাঁধের কিছু অংশ আন্তর্জাতিক সীমান্তের 'জিরো লাইন' বরাবর পড়ছে বলে দাবি ত্রিপুরার। ত্রিপুরার রাজ্য সরকার ইতোমধ্যেই বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে স্যাটেলাইট চিত্রসহ জমা দিয়েছে বলে ত্রিপুরা জলসম্পদ বিভাগের প্রধান প্রকৌশলী সুধন দেববর্মা জানান।

অন্যদিকে ভারতীয় সীমান্তে রাঙ্গাউটি এলাকায় ত্রিপুরা সরকারও তাদের নিজস্ব বাঁধ সংস্কার কাজ শুরু করতে যাচ্ছে। সেখানে ৪ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ সংস্কারের জন্য ৪ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি বরাদ্দ করা হয়েছে। দেববর্মা জানিয়েছেন, ‘এই বাঁধের সংস্কার কাজ শিগগিরই শুরু হবে।’

মার্চ মাসে যৌথ নদী কমিশনের বৈঠকে আলোচনার মাধ্যমে এই জটিলতার সমাধান হবে বলে ত্রিপুরা সরকার আশা করছে।

১৯৭২ সালে যৌথ নদী কমিশন গঠন করে বাংলাদেশ-ভারত। সেচ, বন্যা, বাঁধ এবং ঘূর্ণিঝড়সহ নদী সংক্রান্ত আরও অন্যান্য বিষয় নিয়ন্ত্রণের পাশাপাশি জল সম্পদ ভাগাভাগির মতো বিষয়গুলো নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনাই ছিল এর মূল উদ্দেশ্য। ১৯৭২ সালের মার্চে ভারত-বাংলাদেশ মৈত্রী সহযোগিতা এবং শান্তি চুক্তির অংশ হিসাবে গঠিত হয় এটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ