Views Bangladesh Logo

প্রোটিয়াদের রানের চাপে ধসে পড়েছে বাংলাদেশের ব্যাটিং

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ের চাপে শুরুতেই টপাটপ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ব্যাটে নেমে ৯ ওভার ব্যাট করে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ১৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান তুলে ডিক্লেয়ার করে ইনিংস ছেড়েছে সফরকারী দল। তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে এ পুঁজি দাঁড় করিয়েছে তারা। টনি ডি জর্জি, স্ত্রিস্তান স্টাবস ও উইয়ান মুল্ডার সেঞ্চুরি করেছেন। সঙ্গে সেনুরান মুথুস্যামি ও ডেভিড বেডিংহামের করেছেন ফিফটি।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে ওপেনার সাদমান ইসলামকে তুলে নেন সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ৬ বলে ০ রানে বিদায় নেন এ ওপেনার। ওয়ান ডাউনে নেমে জাকির হাসানও ৮ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। এরপর ১০ রানে করে ফেরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। এমনকি নাইট ওয়াচ ম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদ ঘরে ফেরেন ৭ বলে ৩ রান করে। ক্রিজে ৬ রানে আছেন চট্টগ্রামের ছেলে মমিনুল হক, ৪ রানে আছেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত।

দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদার ২ উইকেটের সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন মহারাজ ও প্যাটারসন। দুই ম্যাচ টেস্ট সিরিজে ঢাকা টেস্ট জিতে এগিয়ে আছে প্রোটিয়ারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ