প্রোটিয়াদের রানের চাপে ধসে পড়েছে বাংলাদেশের ব্যাটিং
চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ের চাপে শুরুতেই টপাটপ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ব্যাটে নেমে ৯ ওভার ব্যাট করে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ১৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান তুলে ডিক্লেয়ার করে ইনিংস ছেড়েছে সফরকারী দল। তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে এ পুঁজি দাঁড় করিয়েছে তারা। টনি ডি জর্জি, স্ত্রিস্তান স্টাবস ও উইয়ান মুল্ডার সেঞ্চুরি করেছেন। সঙ্গে সেনুরান মুথুস্যামি ও ডেভিড বেডিংহামের করেছেন ফিফটি।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে ওপেনার সাদমান ইসলামকে তুলে নেন সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ৬ বলে ০ রানে বিদায় নেন এ ওপেনার। ওয়ান ডাউনে নেমে জাকির হাসানও ৮ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। এরপর ১০ রানে করে ফেরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। এমনকি নাইট ওয়াচ ম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদ ঘরে ফেরেন ৭ বলে ৩ রান করে। ক্রিজে ৬ রানে আছেন চট্টগ্রামের ছেলে মমিনুল হক, ৪ রানে আছেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত।
দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদার ২ উইকেটের সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন মহারাজ ও প্যাটারসন। দুই ম্যাচ টেস্ট সিরিজে ঢাকা টেস্ট জিতে এগিয়ে আছে প্রোটিয়ারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে