Views Bangladesh Logo

ডিসেম্বরে দেশের ব্যবসা সম্প্রসারণের গতি কমে ৬১.৭ পয়েন্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদায়ী বছরের ডিসেম্বরে দেশের অর্থনৈতিক কার্যকলাপ বা ব্যবসা সম্প্রসারণের গতি কমে ৬১.৭ পয়েন্টে নেমে এসেছে। নভেম্বরে এই বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ছিল ৬২.২ পয়েন্ট।

ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) জানিয়েছে, ৫০ পয়েন্টের বেশি একটি সূচক অর্থনৈতিক বৃদ্ধির ইঙ্গিত দেয়। আর সূচক ৫০ পয়েন্টের নিচে থাকলে সংকোচনের ইঙ্গিত দেয়, যা ব্যবসায়িক ক্রয়ের স্তরগুলো পর্যবেক্ষণ করে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পিএমআই প্রকাশ করে বিভিন্ন সূচকের ভিত্তিতে গতমাসে অর্থনীতির সম্প্রসারণের চিত্র তুলে ধরে সংস্থা দুটি।

সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পার্চেজিং অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্টের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ পিএমআই যুক্তরাজ্য সরকার সমর্থিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ