Views Bangladesh Logo

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি লাইসেন্স চেয়েছে বাংলালিংক

বিটিআরসি চেয়ারম্যানের কাছে এই লাইসেন্স চেয়ে আবেদন করেছেন অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এরিক অস। খুব সম্প্রতি এই আবেদন করেছেন তারা।

অপারেটরটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, তারা এই কাজটি ইকোসিস্টেমে থাকা কারও সঙ্গে পার্টনারশিপ মডেলে করতে চান।

আবেদনে বাংলালিংক সিইও বলেছেন, ‘প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা থাকা সত্ত্বেও বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি লাইসেন্সিং নীতিমালার আওতায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং তাদের শেয়ারহোল্ডারদের আইএসপি লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে দেশব্যাপী বিদ্যমান টেলিযোগাযোগ অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে এবং বিশ্বমানের উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের সম্ভাবনাও সীমিত থাকছে।’

তিনি বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের জন্য এই বিধিনিষেধ প্রত্যাহার করা হলে শিল্পখাতে উদ্ভাবন, বিনিয়োগ, প্রতিযোগিতা এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

আর এই প্রেক্ষাপটেই বাংলালিংক বিটিআরসির কাছে আইএসপি লাইসেন্স চাচ্ছে, যা দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

এজন্য সকল নীতিমালা যথাযথভাবে অনুসরণের প্রতিশ্রুতি দেন এরিক অস এবং একটি শক্তিশালী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ ইকোসিস্টেম গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

বাংলালিংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি সমন্বিত টেলিকম সমাধান-যার আওতায় মোবাইল টেলিফোনি, আর্থিক পরিষেবা, ফিক্সড লাইন এবং ফিক্সড আইএসপি অন্তর্ভুক্তি-এসব গ্রাহকদের জন্য সর্বোত্তম সুবিধা নিশ্চিত করতে পারে। বিশ্বের বেশিরভাগ দেশে এটি কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশেও পার্টনারশিপ মডেলের মাধ্যমে এটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব, যা গ্রাহকদের জন্য আরও সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর ডিজিটাল সেবা প্রদান করবে।’

দীর্ঘদিন থেকেই মোবাইল ফোন অপারেটররা তাদের লাইসেন্সের পরিসর সীমিত করে ফেলা নিয়ে প্রশ্ন তুলছে এবং এর আওতা বাড়ানো দাবি করে আসছে। অপারেটরগুলো বলছে, তারা তাদের সমন্বিত লাইসেন্সের আওতায় সব রকম টেলিকম সেবা দিতে চায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ