Views Bangladesh

Views Bangladesh Logo

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পাশে বাংলালিংক

Press Release

প্রেস রিলিজ

শনিবার, ৬ এপ্রিল ২০২৪

দের খুশি ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। রাস্তায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পথের কষ্ট লাঘব করে ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে সেবার হাত বাড়িয়েছে দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

যাত্রীদের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ঈদযাত্রীদের নিরবিচ্ছিন্ন যোগাযোগের সুবিধার্তে বাংলালিংক ইতোমধ্যে ফোর-জি নেটওয়ার্ক সেবার মান বৃদ্ধি করেছে। বর্ধিত এই নেটওয়ার্ক দেশের প্রতিটি প্রান্তে সবার জন্য দ্রুততম ফোর-জি সেবা নিশ্চিত করবে।

অপারেটরটি প্রত্যাশা করছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের নেওয়া এই উদ্যোগগুলো সাধারণ মানুষের প্রিয়জনের কাছে ফেরাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে।

বাংলালিংক-এর নেয়া অন্যান্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, সুবিধাবঞ্চিতদের বাড়ি ফিরতে বিনামূল্যের বাস সার্ভিস; লাগেজ হ্যান্ডেলিং সুবিধা; হাত পাখার ব্যবস্থা; নামাজের যায়গা ও ম্যাট সুবিধা; এছাড়াও ঢাকার প্রধান বাস টার্মিনাল- গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ, প্রধান রেলওয়ে স্টেশন- কমলাপুর ও বিমানবন্দর স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে একগুচ্ছ সেবা নিয়ে স্বেচ্ছাসেবী দল।

এমনকি দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা- চট্টগ্রাম, ঢাকা- সিলেট, ঢাকা- রংপুর ও ঢাকা- যশোর মহাসড়কের যাত্রা বিরতিস্থলসহ ঢাকা ও ঢাকার বাইরের মোট ২০ টি স্থানে রোজার শেষ ৭ দিন যাত্রীদের সহায়তায় বাংলালিংক-এর স্বেচ্ছাসেবী দল সক্রিয়ভাবে উপস্থিত থাকবে।

এ বিষয়ে বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, 'বাংলালিংক-এ আমরা সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেই। বিশেষ করে যখন সারা দেশের মানুষ উৎসবে একত্রিত হয়। ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষদের স্বস্তি দেয়ার লক্ষ্যে নানান রকমের কর্মযজ্ঞ গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ