Views Bangladesh

Views Bangladesh Logo

নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে চুক্তিবদ্ধ বাংলালিংক- হুয়াওয়ে

Press Release

প্রেস রিলিজ

রবিবার, ২১ এপ্রিল ২০২৪

নেটওয়ার্কের মান বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও হুয়াওয়ে। কৌশলগত পারস্পারিক সহযোগিতা ও নেটওয়ার্ক অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

সম্প্রতি বাংলালিংক কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে বাংলালিংকের সিইও এরিক অস এবং হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সিটিও মা জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির অংশ হিসেবে হুয়াওয়ে তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও বিশেষ এলগরিদম ব্যবহার করে বাংলালিংকের ফোর-জি নেটওয়ার্ক কভারেজ ও সামগ্রিক সেবার মান বৃদ্ধি করবে। এতে বাংলালিংক গ্রাহকরা উন্নত ডিজিটাল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

এদিকে বাংলালিংক গত চার বছর ধরে দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবাপ্রদানকারী হিসেবে ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ জিতে আসছে।

চুক্তির বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, 'বাংলাদেশে ডিজিটাল সেবার বিস্তার ঘটানোর লক্ষ্যে হুয়াওয়ের সাথে আমাদের বিস্তৃত যৌথ কার্যক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যৌথ কার্যক্রমের উদ্দেশ্য, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে উন্নত সংযোগ ও বর্ধিত গ্রাহকসেবা প্রদান ও টেকসই শক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমিয়ে আনা। আমরা বাংলালিংক-এর নেটওয়ার্ক কভারেজ দ্বিগুণ করেছি ও সেবাদানের সক্ষমতা বৃদ্ধি করেছি। কৌশলগত উন্নতির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে হুয়াওয়ে-এর সাথে আমাদের চুক্তিটির প্রয়োজনীতা অপরিসীম।'

এদিকে হুয়াওয়ের দক্ষিণ এশিয়ান প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, 'বাংলালিংক ইতোমধ্যে বাংলাদেশে সেরা মানের ডিজিটাল অভিজ্ঞতা প্রদানকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। চারবারের ওকলা® স্বীকৃতিই যার প্রমাণ। বাংলাদেশে হুয়াওয়ে গত ২৫ বছর ধরে শীর্ষ আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেশের উন্নতিতে অবদান রেখে যাচ্ছে। বাংলালিংকের এই অগ্রগতিতে সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দিতে আমরা বাংলালিংকের সাথে কাজ করে যাব।'

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ্যে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকয়ের চিফ টেকনোলজি এন্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কের, চিফ লিগাল অফিসার এন্ড কোম্পানি সেক্রেটারি জহরত আদিব চৌধুরী, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসারসহ আরও অনেকে। হুয়াওয়ের পক্ষে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের সিবিএঞ্জি-এর সিইও হু ইউসহ আরও অনেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ