Views Bangladesh Logo

তিন মাসে ব্যাংকের আমানত কমেছে সাড়ে ১৩ হাজার কোটি টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের জুলাই-সেপ্টম্বর সময়ে ব্যাংকের আমানত কমেছে ১৩ হাজার ৪৯৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ২৫ হাজার ৩৩৯ কোটি টাকা।


গত জুন শেষে ছিল ১৮ লাখ ৩৮ হাজার ৮৩৭ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে আমানত কমেছে ১৩ হাজার ৪৯৮ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে রাষ্ট্রায়ত্ত ও ইসলামী ধারার ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি আমানত কমেছে। এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আমানত কমেছে ২ দশমিক ৫৯ শতাংশ। আর ইসলামী ধারার ব্যাংকগুলোর কমেছে ২ দশমিক ৭৯ শতাংশ।

একই সময় বিদেশি ব্যাংকগুলোর আমানত বেড়েছে ২ দশমিক ৪১ শতাংশ। বিশেষায়িত ব্যাংকে বেড়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ