ব্যাংকগুলোকে কঠোরভাবে মানতে হবে নিরাপত্তা নির্দেশনা: বাংলাদেশ ব্যাংক
দেশের অনেক ব্যাংক তাদের আউটলেট ও শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করছে না বলে দেখতে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকের লকার থেকে স্বর্ণ উধাও হয়ে যাওয়া এবং ডাকাতির মাধ্যমে ব্যাংকের টাকা লুট হওয়ার মতো দুর্ঘটনা ঘটছে।
এই পরিস্থিতিতে ব্যাংকের শাখাগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি চালু রাখা এবং সেখানে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সশস্ত্র পাহারা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) পক্ষ থেকে ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্দেশনা জারি করে তা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়।
সে নির্দেশনায় বলা হয়েছে, সব তফসিলি ব্যাংকের আউটলেটের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক শাখার প্রবেশপথে, শাখার ভেতরে, শাখার বাইরে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে।
সেখানে বলা হয়, ব্যাংকের কেন্দ্রীয় তথ্য নেটওয়ার্কের সঙ্গে সিসিটিভি বা স্পাই ক্যামেরা সংযুক্ত রাখা, সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ এবং নিকটস্থ থানা ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র নিরাপত্তারক্ষীর পাশাপাশি প্রশিক্ষিত সশস্ত্র নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪৯ ভরি স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনার প্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে