Views Bangladesh Logo

দাপুটে জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সা ও অ্যাটলেটিকো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রিয়াল বেটিসের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে এলচেকে হারিয়ে নিজেদের রেকর্ড জয়ের ধারা অব্যাহত রেখেছে। বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচ দুটির মাধ্যমে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দল দুটি।

বার্সেলোনা তাদের দারুণ ফর্ম অব্যাহত রেখে রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারায়। প্রথমার্ধে গাভি এবং জুলেস কুন্দে গোল করেন, যেখানে দানি ওলমো এবং লামিন ইয়ামাল তাদেরকে সহায়তা করেন। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া, ফেরান তোরেস এবং লামিন ইয়ামাল গোল করে দলের জয় নিশ্চিত করেন। ২০২৫ সালে এটি বার্সার টানা চতুর্থ জয়, যেখানে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ও অন্তর্ভুক্ত।

অন্যদিকে ৪-০ গোলে এলচেককে হারিয়ে নিজেদের ১৫তম টানা জয় তুলে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন অ্যালেক্সান্ডার সর্লথ। এরপর ২৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে চমৎকার লং রেঞ্জ শটে গোল করেন রদ্রিগো রিকেলমে। এরপর ৭৫তম মিনিটে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার বজায় রাখে অ্যাটলেটিকো এবং তাদের কার্যকর পারফরম্যান্স দলটিকে কোপা দেল রে তে এগিয়ে যেতে সাহায্য করে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ