ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে গেল বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে গেল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে (১০ এপ্রিল) নিজেদের মাঠে কাতালান ক্লাবটি এই দাপুটে জয় তুলে নেয়।
ম্যাচের আগে বার্সেলোনার আক্রমণাত্মক শক্তি নিয়ে সতর্ক করেছিলেন ডর্টমুন্ডের কোচ নিকো কোভাচ । কিন্তু মাঠে নামার পর স্প্যানিশ জায়ান্টদের টানা চাপের মুখে পাত্তাই পায়নি জার্মান দলটি। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোল হান্সি ফ্লিকের দলকে এই ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। প্রথম সাত মিনিটের মধ্যে লামিনে ইয়ামাল এবং লেভানদোভস্কির মাধ্যমে তারা তিনটি সুযোগ তৈরি করে। তাদের গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি। ২৫তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। একটি ফ্রি কিক থেকে ইনিগো মার্তিনেসের হেড করা বলে সামান্য ডিফ্লেকশন করে গোলটি করেন তিনি।
ডর্টমুন্ডের রক্ষণভাগ ক্রমাগত চাপে ছিল। কারণ বাবার্সেলোনা তাদের টানা আক্রমণ বজায় রাখার ফলে প্রথমার্ধের খেলা ১-০ ব্যবধানে শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের মাথায় (৪৮’) ইয়ামালের ক্রস থেকে হেড করে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। ৬৬তম মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোলটি করে স্কোর ৩-০ করেন। এতে ডর্টমুন্ড পুরোপুরি খেই হারিয়ে ফেলে।
এরপর ৭৭তম মিনিটে রাফিনহার অ্যাসিস্টে গোল করে ৪-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন ইয়ামাল। আর প্রথম লেগে এই দাপুটে জয়ের মাধ্যমে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেছে বার্সা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে