লা লিগা
রোমাঞ্চকর জয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে বার্সেলোনা
লা লিগায় রিয়াল ভায়াদোলিদের মাঠে নাটকীয় এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। দলের হয়ে জালের দেখা পান রাফিনহা ও ফারমিন লোপেজ। এই জয়ের ফলে শিরোপার লড়াইয়ে আরও জোরালো অবস্থান নিল বার্সেলোনা।
৩৪ ম্যাচে সর্বোচ্চ ৭৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭২ পয়েন্ট, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।
শনিবার দিবাগত রাতে ভায়াদোলিদের হোসে জোরিলা স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচজুড়ে চলেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিক ভায়াদোলিদ। মাত্র ৬ মিনিটেই বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিখুঁত শটে গোল করেন ইভান সানচেজ। গোল খেয়ে তেতে ওঠে বার্সেলোনা, কিন্তু প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে নেমেই গোলের দেখা পায় তারা। ইয়ামালের ক্রস ফিরিয়ে দিয়েছিলেন ভায়াদোলিদের গোলরক্ষক, তবে বল রিবাউন্ড হয়ে আসলে হাফভলিতে দারুণ শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ৬০ মিনিটে ম্যাচে জয়সূচক গোলটি করেন ফারমিন লোপেজ। জেরার্ড মার্টিনের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, আমাদের লক্ষ্য ছিল তিন পয়েন্ট অর্জন করা। তা পূরণ হওয়ায় আমি খুবই খুশি।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ সামনে রেখে এই জয় বার্সেলোনার জন্য বাড়তি প্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন ফ্লিক। পাশাপাশি, আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাসও বাড়াবে এই জয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে