Views Bangladesh Logo

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনা ও পিএসজি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় জয় পাওয়ায় দ্বিতীয় লেগে হারের পরও দুই দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

দ্বিতীয় লেগে মঙ্গলবার রাতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। তবে প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে কাতালান ক্লাবটি।

সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। এরপর ৪৯ মিনিটে রামি বেনসেবাইনির হেড পাস থেকে আবার হেডে গোল করেন গিরাসি। ৫৩ মিনিটে বার্সেলোনা ডর্টমুন্ডের আত্মঘাতী গোল পেয়ে ব্যবধান কমায়। ফারমিন লোপেজের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান এক ডর্টমুন্ড ডিফেন্ডার। এরপর ৭৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন গিরাসি। সমতায় ফেরার চেষ্টায় এগোলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় জার্মান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ পর হারল বার্সেলোনা।

অন্যদিকে, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে ৩-২ গোলে হেরেছে পিএসজি। তবে প্রথম লেগে ৩-১ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠেছে ফরাসি ক্লাবটি।

ম্যাচের শুরুতেই ১১ মিনিটে আশরাফ হাকিমি ও ২৭ মিনিটে নুনো মেন্দেজ গোল করে পিএসজিকে ২-০ গোলে এগিয়ে দেন। চার গোলের ব্যবধানে পিছিয়ে পড়া অ্যাস্টন ভিলা ঘুরে দাঁড়ায় ৩৪ মিনিটে, যখন ইউরি টিয়েলেমানসের শট পিএসজি ডিফেন্ডারের গায়ে লেগে জালে চলে যায়। এরপর ৫৫ মিনিটে দ্বিতীয় গোল করেন জন ম্যাকগিন এবং তৃতীয় গোলটি আসে মার্কাস রাশফোর্ডের কাট ব্যাক থেকে এজরি কনস্টার শটে।

গোলের ব্যবধান মাত্র ১-এ নিয়ে এলেও দুর্দান্ত পারফর্ম করেন পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। শেষ মুহূর্তে টিয়েলেমানস ও মার্কো আসেনসিওর দুটি নিশ্চিত সুযোগ ঠেকিয়ে দলকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আগামী ২৯ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ