রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সা
বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই হলো এল ক্ল্যাসিকো ম্যাচ। এই ম্যাচটির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা।
রোববার (১২ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শুরুতে রিয়াল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয়ে ম্যাচে আর ফিরতে পারেনি। অন্যদিকে ম্যাচজুড়ে বলের দখল, শট এবং আক্রমণে আধিপত্য বজায় রাখে বার্সা।
ম্যাচের পঞ্চম মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ২২তম মিনিটে লামিনে ইয়ামালের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর ৩৬তম মিনিটে লেভানডোভস্কি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষভাগে রাফিনিয়া ও আলেহান্দ্রো বাল্দের গোলে আরও এগিয়ে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান।
বার্সেলোনার গোলরক্ষক স্ট্যান্সনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে রিয়াল সুযোগ পায়। এর ফলে ৫৬তম মিনিটে রদ্রিগোর ফ্রি-কিক থেকে গোল আসে। এরপরও ১০ জনের বার্সেলোনা রিয়ালের আক্রমণ ঠেকিয়ে দিয়ে জয় নিশ্চিত করে।
এই জয়ের মাধ্যমে স্প্যানিশ সুপার কাপে নিজেদের শিরোপার রেকর্ড আরও সমৃদ্ধ করল বার্সেলোনা। এটি তাদের ১৫তম শিরোপা, যেখানে রিয়াল মাদ্রিদের শিরোপা সংখ্যা ১৩। এল ক্ল্যাসিকোতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সেও এগিয়ে বার্সা। সর্বশেষ দুটি ক্ল্যাসিকো মিলিয়ে রিয়ালকে তারা ৯ গোল দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে