ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত সচিব ওয়াহিদুজ্জামান ভিউজ বাংলাদেশকে এ খবর নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ড. ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতিও ছিলেন। এছাড়াও দ্য নিউ নেশন পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। এক সমইয় দৈনিক ইত্তেফাকের সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মইনুল হোসেন।
ব্যক্তিজীবনে মইনুল হোসেন সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান ছিলেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর তিনি মিডল টেম্পল থেকে আইনে পড়াশোনা করেন। ১৯৬৫ সালে তাকে বারে ডাকা হয় এবং তিনি ব্যারিস্টার-অ্যাট-ল হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে