Views Bangladesh Logo

হবিগঞ্জ-৪ আসনে বিপুল ভোটে জয়ী ব্যারিস্টার সুমন

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীকে পরাজিত করে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী ব্যারিস্টার সুমন পান ১ লাখ ৯৮ হাজার ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ও দুইবারের সংসদ সদস্য মাহবুব আলী পান ৪৭ হাজার ভোট।

এ আসনে ঈগল প্রতীক নিয়ে ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত সৈয়দ সায়েদুল হকসহ মোট ৮ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ভোটার রয়েছে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। যার মধ্যে রয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন মহিলা ভোটার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ