Views Bangladesh

Views Bangladesh Logo

চলছে বেসিসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বুধবার, ৮ মে ২০২৪

রাজধানী ঢাকায় চলছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ।

বেসিসের ১১ জন সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে আটজন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন। নির্বাচনে ১১ পদে লড়ছেন ৩৩জন প্রার্থী। প্রার্থীরা ‘টিম সাকসেস’, ‘ওয়ান টিম’ ও ‘টিম স্মার্ট’ নামের তিনটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত কয়েক বছরের মধ্যে এবারই বেসিস নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতাও হবে হাড্ডাহাড্ডি। কোনো একক প্যানেল থেকে ১১ জনের নির্বাচিত হওয়ার সম্ভাবনা এবার কম। নতুন বোর্ডের পরিচালক পদে তিনটি প্যানেল থেকেই নির্বাচনে অংশ নেওয়া ব্যবসায়ীদের দেখা যেতে পারে। নির্বাচনে এবার মোট মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ জন ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন।

আগামী বৃহস্পতিবার (৯ মে) নির্বাচিত ১১জন পরিচালকের মধ্য পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে পদবণ্টনের ফলাফলও ঘোষণা করা হবে। ১১ মে বিকাল ৫টায় বেসিসের নতুন কমিটির ঘোষণা দেবে তিন সদস্যের নির্বাচন বোর্ড চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ