প্যাডেলচালিত রিকশা গুলশান লেকে ফেলল ব্যাটারিচালিত রিকশাচালকরা
রাজধানীর গুলশান লেকে প্যাডেলচালিত দুটি রিকশা ফেলে দিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। একটি রিকশা ফেলে দেয়া হয়েছে বনানী ১১ নম্বর ব্রিজ থেকে আরেকটি ফেলা হয় ব্রিজের পাশ থেকে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকরা এ কাজ করেন।
বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকরা বলেন, ‘তারা ব্যাটারিচালিত রিকশা চালাতে না পারলে অন্যরাও (প্যাডেলচালিত রিকশা) চালাতে পারবেন না। তাই তারা প্যাডেলচালিত দুটি রিকশা গুলশান লেকে ফেলে দেন।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত রিকশাচালকরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তারা প্যাডেলচালিত রিকশা চলাচলে বাধা দিচ্ছিলেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দেন।
গুলশান জোনের সহকারী কমিশনার জিয়াউর রহমান চৌধুরি বলেন, ‘সকালে প্যাডেলচালিত রিকশাচালকদের সঙ্গে বনানী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের ঝামেলা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে