Views Bangladesh Logo

নগদ জমা সংরক্ষণের হার ০.৫% কমালো বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ মার্চ থেকে ব্যাংকগুলোকে দ্বি সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৩ শতাংশ নগদ জমা রাখতে হবে। এতদিন দৈনিক ভিত্তিতে ন্যূনতম সাড়ে ৩ শতাংশ নগদ জমা রাখতে হতো ব্যাংকগুলোকে।


অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার মামুন রশিদ মনে করেন, সিআরআর কমানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত বড় পরিসরে সহায়ক না হলেও মুদ্রানীতির জন্য কিছুটা সহায়ক হবে। এতে কিছু টাকা বাজারে যাওযার সুযোগ বাড়বে। এই সিদ্ধান্তকে ইতিবাচক ডিরেকশনের দিকে যাচ্ছে বলা যেতে পারে।

ভিউজ বাংলাদেশকে তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলো মন্দঋণে ডুবে আছে। অনেক ব্যাংকে টাকা নেই বললেই চলে। তবে ব্যাংকগুলোর ওপর সিআরআরএর পুন:নির্ধারণের এই হার তারল্য সংকট বড় না হলে সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অর্থাৎ রাষ্ট্রপতির ১৯৭২ সালের আদেশ ১২৭ অনুসারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ