আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দল ঘোষণা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা হয়নি সাকিব আল হাসান ও তামিম ইকবালের।
সাকিবের বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ায় তাকে নিষিদ্ধ করা হয়েছে, যদিও তিনি একজন ব্যাটার হিসেবে দলে অন্তর্ভুক্ত হতে পারতেন, তবে নির্বাচকরা তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন তামিম। ফলে তারও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি।
অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। দলের নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের প্রতিনিধিত্ব করবেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
ফর্মহীন লিটন কুমার দাসও জায়গা পাননি দলে। বিপিএলে নির্বাচকদের নজরে থাকলেও, তিনি আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন, যার কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
পেস বিভাগে অভিজ্ঞ তাসকিন, মোস্তাফিজের সঙ্গে রাখা হয়েছে‘স্পিড সেনসেশন নাহিদ রানা এবং ‘তরুণ তুর্কি’ তানজিম হাসান সাকিবকে। স্পিন বিভাগের জন্য নাসুম, মিরাজ এবং লেগ স্পিনার রিশাদকে দলে রাখা হয়েছে। ব্যাকআপ ওপেনার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পারভেজ হোসেন ইমনকে ।
আইসিসির বিধিমালা অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকবে। ৮ দলের টুর্নামেন্টটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল, যা ছিল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা সাফল্য। এবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সেরা সাফল্য অর্জন করা।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে