Views Bangladesh Logo

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্কোয়াডে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়াও ১৮ মাস পর জাতীয় দলে বিবেচিত হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে প্রথম তিন ম্যাচের দলে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

রোববার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। স্কোয়াডে রাখা হয়েছে আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলামকেও।

আফিফ ও তানভীর সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। পারভেজ দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছেন ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে।

প্রথম ৩ ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ