Views Bangladesh

Views Bangladesh Logo

অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরের স্বাগতিক দেশ মালয়েশিয়া। বায়োমাস ক্রিকেট ওভালে হবে আসরের সবগুলো সব ম্যাচ।

১৬ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৮ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ দল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং নেপাল।

মূল টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ থেকে ৯ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে চারটি টি-২০ ম্যাচ খেলবে। এ জন্য বাংলাদেশ দল ২ জানুয়ারি কলম্বো উদ্দেশ্যে রওনা হবে।

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিফা আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ইভা, ফাহোমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার শোভা, সুমাইয়া আক্তার সুবর্না, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

স্ট্যান্ড-বাই: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন নেসা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ