Views Bangladesh Logo

আইপিএল: মুস্তাফিজের এনওসি এক দিন বাড়াল বিসিবি

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি দিয়ে মুস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্র (এনওসি) এক দিনের জন্য বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ৩০ এপ্রিল আইপিএল ছাড়ার কথা থাকলেও এখন ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবেন মুস্তাফিজ। আগামী ২ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

আগামী ৩ মে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। মুস্তাফিজের জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারবেন না। এই সিরিজের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে আইপিএলে দারুণ পারফর্ম করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। আইপিএলের এবারের আসরে চেন্নাইয়ের অন্যতম প্রধান বোলার তিনি।

এ ছাড়া জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ