Views Bangladesh Logo

বিসিবির ছাড়পত্র পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ

পিএসএল ও আইপিএল খেলার জন্য ছাড়পত্র পাচ্ছেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগ।

জানা গেছে, আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে মোস্তাফিজ এবং পিএসএলের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলতে সাকিব এনওসি চেয়েছেন। এ বিষয়ে বিসিবির ইতিবাচক মনোভাব রয়েছে।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, দিল্লি ক্যাপিটালস বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে মোস্তাফিজকে আইপিএলের বাকি অংশে তিনটি ম্যাচে (১৮, ২১ ও ২৪ মে) খেলানোর জন্য। তবে আমিরাত সফরের কারণে সব ম্যাচে খেলা হবে না মোস্তাফিজের।

বাংলাদেশ দল ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সিরিজ শেষে দিল্লির হয়ে মাঠে নামতে পারেন বাঁহাতি এই পেসার।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে গত ৯ মে আইপিএল স্থগিত হয়। টুর্নামেন্ট পুনরায় শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন না। এমন অবস্থায় ফ্রেজার ম্যাকগুর্কের জায়গায় মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস।

অন্যদিকে, পিএসএলে অংশ নিতে অনলাইনের মাধ্যমে বিসিবিতে ছাড়পত্রের আবেদন করেছেন সাকিব আল হাসান। যদিও বর্তমানে তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই, তবুও বিদেশি লিগে খেলতে গেলে বোর্ডের অনুমতির প্রয়োজন হয়। বিসিবির পক্ষ থেকে তাকে ছাড়পত্র দিতে কোনো আপত্তি নেই বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ