Views Bangladesh Logo

বিপিএল বিতর্ক নিয়ে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি

চলতি বিপিএল এ বিতর্ক সৃষ্টির প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি অনুসন্ধানে তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে।

আপিল বিভাগের সাবেক বিচারক মির্জা হায়দার আলীকে আহবায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী।

এ কমিটি বিসিবি ও অ্যান্টিকরাপশন ইউনিটের (এসিইউ) সঙ্গে যৌথভাবে কাজ করবে।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ কমিটি ক্রিকেট পরিচালনায় সুশাসন নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ফিক্সিং বা অনৈতিক কার্যক্রমের সুষ্ঠু তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ