Views Bangladesh Logo

তামিম অসুস্থ হয়ে পড়ায় বিসিবি সভা স্থগিত

সোমবার বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। মোহামেডানের এই অধিনায়ককে প্রথমে হেলিকপ্টারে করে বিকেএসপি থেকে ঢাকায় আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু গুরুতর অসুস্থ হওয়ায় স্থানীয় এক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে।

তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় মিরপুরে বিসিবির সভা হওয়ার কথা ছিল।

বিসিবির পক্ষ থেকে জানা যায়, সভা স্থগিত করে তামিমের অসুস্থতার খবর পেয়ে বিকেএসপিতে যাচ্ছেন বিসিবির কর্তারা।

ক্লাব সূত্রে জানা যায়, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন তামিম। তাকে শুরুতে ঢাকায় আনার চেষ্টা হলেও পরে চিকিৎসকরা ভ্রমণ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে স্থানীয় হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সাভারের একটি হাসপাতালে তামিমকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালে তার ইসিজি করানো হয়। সেখান থেকে মাঠে ফেরার পথে ফের ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার পরীক্ষার পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন তিনি। সেখানে তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ