Views Bangladesh Logo

পাকিস্তানে রিশাদ ও নাহিদের নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি

পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি ঘিরে দেশটিতে খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে, আর পেশোয়ার জালমির হয়ে মাঠে নামছেন তরুণ পেসার নাহিদ। দুই দেশের মধ্যে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মাঝে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি।

বুধবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সার্বক্ষণিক নজর রাখছে। পিএসএলে অংশ নেয়া বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিশাদ ও নাহিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, যাতে খেলোয়াড়রা মানসিকভাবে স্বস্তি ও নিরাপত্তা বোধ করেন।

এতে আরও জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বিসিবি। খেলোয়াড়দের প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পিসিবি ও হাইকমিশনের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বোর্ড। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ