Views Bangladesh

Views Bangladesh Logo

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক ১৪ ডাকাত

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

নোয়াখালী জেলার হাতিয়া থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ফখরুল ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ডাকাতরা হলেন- হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের নম্বর ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের মৃত ভজেন্দ্র কুমার দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (৪৬), বিপ্লব চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (২২), দীপক চন্দ্র দাসের ছেলে মিটন চন্দ্র দাস (২১), গোপিনাৎ চন্দ্র দাসের ছেলে যুবরাজ চন্দ্র দাস (২৮), বিমল মজুমদারের ছেলে ভিবেষ মজুমদার (৩৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মোল্লা গ্রামের মো. গনির ছেলে মো. আব্দুল্লাহ (২৬), ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ জোটখালি গ্রামের জামাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২২), চর ঘাসিয়া এলাকার মৃত আজহার আহম্মদের ছেলে মো. নিজাম উদ্দিন (৬০), চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম আদর্শ গ্রামের কৃষ্ণ কুমার দাসের ছেলে রণজিৎ চন্দ্র দাস (৪৩), হাজী গ্রামের সাইদুল হকের ছেলে মো. মামুন (২৮), হাসিনা নগর গ্রামের মোহন চন্দ্র দাসের ছেলে রাজীব চন্দ্র দাস (২৭), রসুলপুর গ্রামের শফিউল্যার ছেলে মো. এমরান (৪০), বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড অনন্তপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. কাশেম (৫৩) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. রিয়াজ (২৪)।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর নোয়াখালী জেলার বারো আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হাতিয়ার কোস্টগার্ড স্টেশনের সদস্যরা। সেই অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, তিনটি হরিণের শিং, ১৮টি মোবাইল ফোন, একটি ঘড়ি ও নগদ ৪৮ হাজার টাকাসহ ফখরুল ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকী।

তিনি বলেন, কয়েকদিন ধরে কুখ্যাত ফখরুল ডাকাত দলের সদস্যরা হাতিয়া উপজেলার মেঘনা নদী ও এর সংলগ্ন চরগুলোতে ডাকাতি, চাঁদাবাজি ও জেলেদের জিম্মি করে বিভিন্ন জঘন্য অপরাধ করে আসছে। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায় কোস্টগার্ড।

এ ব্যাপারে হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় জব্দকৃত আলামত এবং ডাকাত সদস্যদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদের হাতিয়া আদালতে সোপর্দ করা হয়। তারপর বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠান।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ