Views Bangladesh Logo

দুই গ্রুপের দ্বন্দ্বে সিলেটে ছাত্রলীগ কর্মী নিহত

সিলেট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তুষার চৌধুরী নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

নিহত তুষার চৌধুরী (১৯) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান গ্রুপের কর্মী বলে জানা যায়।

এ ঘটনায় অভিযুক্ত জাবেদ আহমদকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে আটক করেছে পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তুষার চৌধুরী নামের যুবক খুন হয়েছেন। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ