জাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় এক শিক্ষক ও চার ছাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জান গেছে, সোমবার (১৫জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষকের নাম আওলাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবিবার (১৪ জুলাই) রাতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সোয়া ৭টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বটতলার দিকে গেলে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে আদোলকারীদের ওপর হামলা করে দলটির নেতাকর্মীরা। হামলায় চার ছাত্রীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতু, মাহফুজ ইসলাম মেঘ, নাজমুল ইসলামসহ অন্তত ৫০ জন আহত হন।
ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বৃষ্টি সংবাদমাধ্যমকে বলেন, 'আমার বান্ধবী ঐশীকে খুব বাজেভাবে মেরেছে। হামলা শুরু হলে সবাই দৌড়াতে শুরু করে। আমরা মাঝখানে পড়ে যাই। ঐশী রাস্তার মাঝখানে পড়ে গেলে ওর গায়ের ওপর দিয়ে হামলাকারীরা হেঁটে চলে যায়। এ সময় দুজন ওকে বাঁশ দিয়ে পেটায়। আমি ঐশীর কাছে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু ভিড়ের কারণে যেতে পারছিলাম না।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে