ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মশিউর গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন গণমাধ্যমকে জানান, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানা, শাহবাগ থানা এবং ধানমন্ডি থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের ছাত্র আন্দোলনে মশিউরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হলে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে