Views Bangladesh Logo

কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুমা ছাত্রলীগের সভাপতিসহ ৭ জন কারাগারে

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, হামলা ও অস্ত্র লুটের ঘটনায় কুকি চিন ন্যাসনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে আসামীদের বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালতে হাজির করে পুলিশ। এসময় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীরা হলেন- রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়াম (৩৩), লাল নুন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২), লাল মিন বম (৫৬) ভান বিয়াক লিয়ান বম (২৩)। এরা সবাই রুমা উপজেলার মুনলাই পাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্টপুলিশ পরিদর্শক ফজলুল হক জানান, রুমায় ব্যাংক ডাকাতি, হামলা আইনশৃংখলা বাহিনীর ১৪টি অস্ত্র লুটের মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামীদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।

যৌথ বাহিনী জানায়, কেএনএফ তান্ডব চালিয়ে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, আইনশৃংখলা বাহিনীর ১৪টি অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছে। ফলে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড বন্ধে সাড়াশি অভিযানে চালাচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, আর্মড পুলিশসহ যৌথ বাহিনী। অভিযানে সোমবার রুমা উপজেলার দূর্গম মুনলাই পাড়া এলাকা থেকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়াম'সহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তারকৃত ৭৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ