Views Bangladesh

Views Bangladesh Logo

দুদকে হাজির হতে আরও সময় চান বেনজীর

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

দুর্নীতি দমন কমিশনে (দুদক) আজ বৃহস্পতিবার (৬ জুন) হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বরং বেনজীরের পক্ষে আরও ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী।

গতকাল বুধবার বিকেলে আইনজীবীর মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন বলে দুদক কমিশনার জহুরুল হক সাংবাদিকদের জানান।

দুর্নীতির অভিযোগ ওঠায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক আইজিপি বেনজীর ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর ও তার পরিবারের সদস্যদের চিঠি দেয় দুদক। আজ বেনজীর ও রোববার তার স্ত্রী ও মেয়েদের দুদকে তলব করা হয়েছিল।

বেনজীর হাজির হচ্ছেন কি না, জানতে চাইলে গতকাল বুধবার দুদক কমিশনার জহুরুল হক জানিয়েছিলেন, “আমি ঠিক জানি না। কিন্তু, আমি শুনেছি তিনি (বেনজীর) সময় চেয়ে আবেদন করেছেন।”

এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে প্রসঙ্গে তিনি বলেন, “তদন্ত দল নতুন করে তলবের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কারণ এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ