বদলাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নাম দেওয়া হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) তথ্য অধিদপ্তরে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এই তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের সংবিধানে মহিলা শব্দটি নেই, নারী আছে সেহেতু আমরা একটা প্রস্তাব করেছি আমাদের মন্ত্রণালয়ের নাম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার জন্য। মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে