আজও বেক্সিমকো ও হামিম গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
টানা সপ্তম দিনের মতো আজও গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।
এক মাসের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
অন্যদিকে ১১ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ অব্যাহত রেখেছেন হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা।
এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কসহ বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে দেশের উত্তরাঞ্চলেগামী যানবাহনগুলোকে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, শ্রমিকদের বিক্ষোভের জেরেম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে রাস্তা খুলে দেয়ার চেষ্টা করছি। যাতে যান চলাচল স্বাভাবিক হয়।’
এদিকে সড়কে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে