Views Bangladesh Logo

হামজা চৌধুরীর সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে যুক্তরাজ্যের লেস্টারে হামজা চৌধুরীর বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাবিথ আওয়াল ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা।

এদিন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের জাতীয় দলে খেলার ও লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর প্রতি গভীর আগ্রহের কথা জানান হামজা।

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে হামজার অভিষেক হওয়ার কথা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ