Views Bangladesh Logo

সামিতকে খেলাতে কানাডার ছাড়পত্র পেল বাফুফে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন কানাডা-বাংলাদেশি ফুটবলার সামিত সোম। এবার তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পথে বড় অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সামিতকে খেলার অনুমতি দিয়েছে কানাডা ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার (১ মে) বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আজ সকালে কানাডা ফুটবল ফেডারেশন সামিতের অনাপত্তিপত্র পাঠিয়েছে।’

আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর আগে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বাফুফের। ওই ম্যাচেই সামিতের অভিষেক করানোর লক্ষ্যে কাজ করছে ফেডারেশন।

সামিতকে জাতীয় দলে খেলাতে প্রয়োজন তার বাংলাদেশি পাসপোর্ট। ফাহাদ করিম জানান, ‘আগামীকাল তার পাসপোর্টের জন্য আবেদন করা হবে। পাসপোর্ট পাওয়ার পর ফিফার কাছে নিবন্ধনের আবেদন করব। ১০ জুন ঢাকায় তাকে মাঠে দেখার জন্য বাফুফে সব রকম প্রস্তুতি নিচ্ছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ